Detail

Home - স্মৃতিচারণ - খুশিতে কান্না

খুশিতে কান্না

শ্রেয়া,

মনে আছে তোর, গত কয়েক সপ্তাহের ঘটনা?

রোমা স্ট্রিট পার্কের ফ্লাওয়ার লাইভ ইভেন্টে গেলাম।

তুই হুট করে বাচ্চাদের একটা ফ্রি ইভেন্টে ঢুকে গেলি।

ওয়াটার কালার নাকি জল রং নিলি

আর হাতে নিলি একটা কাগজ আর ব্রাশ

পাঁচ মিনিট দেখলাম কী যেন নাড়াচাড়া করলি

কী সুন্দর আঁকলি তুই!

স্টলে দাঁড়ানো কত বিদেশী বাবা-মারা অবাক! চোখ কপালে তুলে তাকিয়ে রইলো

ওয়াও! ইনক্রিডিবল বলে চ্যাচিয়ে উঠলো, তাঁদের বাচ্চারা আঁকতে পারেনি, সে দু:খ বা ঈর্ষাটুকু চেপে গিয়ে কীভাবে অন্যের প্রশংসা করতে হয়, তা পশ্চিমারা ভালোই জানে।

সবাই একসাথে চ্যাঁচিয়ে এপ্লোড করলো তোকে

সবার সাথে আমিও হাসলাম

আমি হাসলেও আমার চোখের কোণে জল চিকচিক করলো।

আমি ভেবে পাইনা, আমার মেয়েটার এত বুদ্ধি কই পেলো? এত সুক্ষ্ম কল্পনা কোথায় পেলো

আমি নিজে আঁকতে পারিনা, তোর মা আঁকতে পারেনা, তোরে কোথাও শিখতেও পাঠাইনি।

তবু তুই এঁকে যাস, প্রতিবার এঁকে যাস, প্রতিবার আমি অবাক হই।

কী সুন্দর আঁকিস তুই! কত গভীর তোর দেখার চোখ!

আমার হাসি আর চোখের জলের মধ্যেই আমি দেখতে পাই

তুই যখন জন্ম হোস, বা তোর যখন ১ বছর, ওই সময়টাতে আমার ম্যাজিস্ট্রেট হিসেবে চাকুরি।

৬৮০০ টাকা স্কেলের বেতন , বাসা ভাড়া কর্তন হয়। পরীক্ষার সম্মানী বা মিটিং এর সম্মানী সব মিলিয়ে হাজার দশেক টাকা পাই মাসে।

তা থেকে ৫০০০ টাকা তোর দাদুকে পাঠাই গ্রামে আর বাকি ৫০০০ দিয়ে চলি আমরা।

তোরে বাজার থেকে দুধ কিনে খাওয়াতে পারিনি, তোরে একটি দোলনা কিনে দিতে পারিনি, তোরে একটা বাইসাইকেল কিনে দিতে পারিনি, তোরে একটা সুন্দর পুতুল কিনে দিতে পারিনি, যা তোর প্রাপ্য ছিল, যা তুই চাইতি।

একবার তুই বাজারে গিয়ে লাল জুতো জোড়া চাইলি, খুব করে। তাও দিতে পারিনি।

তবু তুই কত গুণের হইলি

তবু তুই কত নরম হইলি,

আমি যেমন বাবার বড় ছেলে, তুইও বাবার বড় মেয়ে

তুই আর আমি, আমাদের কত মিল!

কীসের মধ্যে কী! আমার চোখের সামনে এসব ভাসছে কেন?

আমার চোখে জল আসছে কেন?

বাবাগুলো এমনি! সন্তানের কোনটায় কখন কাঁদতে হয়, বুঝে উঠতে পারে না।

কখন আবেগ ধরে রাখতে হয়, তাও বুঝে সামলাতে পারে না।

তোর দাদাও এমনি, যতবার আমি একটা ভালো খবর নিয়ে যাই, যতবার আমার ভালো কিছু শুনে

শুধু আমারে ধরে, ধরে আর কাঁদে।

খুশিতে কাঁদে।

-ড. সফিকুল ইসলাম।

(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )

Share Now
Author

Dr. Shafiqul Islam

(BBA, MBA, DU; Mphil, Japan; PhD, Australia) Deputy Secretary, Government of Bangladesh. Chief Executive Officer, Cumilla City Corporation, Local Government Division, Ministry of LGRD
error: Content is protected !!

My Shopping Cart