ষড়রিপু

দিলি সব শেষ করে।
এমন করেই দিলি যে তা আর উদ্ধার করবার নয়।

কোথায় বসেছিলি, কোন ডালে তোর পাও, কোন শাখায় তোর হাত কিছুই মনে রাখলিনা, হাওয়ায় দোলা পাতাকে বেহেশতি পাতা ভেবে খোঁচা দিলি কিছুও ভাবলিনা, কিছুই বুঝলিনা। পেছনে তাকালিনা, সামনেও দেখলিনা। বর্তমান নিয়েও ভাবলিনা। কেবলি ছোট্ট মুহুর্তে নিজেকে হারালি।

মানুষের বিশ্বাস ভেঙ্গে দিলি, মানুষের ধারণা বদলে দিলি, মানুষের কল্পনায় নতুন ছবি দিলি বসিয়ে। পরিবার ভেংগে দিলি, প্রতিষ্ঠান ভেংগে দিলি, লিগ্যাসি তামাতামা করে দিলি, মস্তিষ্ক বা হৃদয় শাসন যন্ত্র নিয়ে করলি ছিনিমিনি খেলা।

কোথায় কতদূর উঠতে হবে তা হয়তো অনেকে জানেনা, তুই দেখি কোথায় কতটুকু নামবি তাও জানলিনা। স্থান কাল পাত্র ভুলে গেলি। পরিপ্রেক্ষিত বা ফলাফল ভুলে গেলি। হাওয়াই মিঠাইরে খাঁটি চকলেট ভাবলি, মাকরশার জালরে স্থায়ী ঘর ভাবলি, আকাশকে ভাবলি মাথার উপর শক্ত ছাঁদ, আর চোরাবালিকে শক্ত ভুমি ভেবে রাখলি পা।
তোর ছোট্ট এক জীবন না হয় সয়ে সয়ে বেলাজা হয়ে কাটিয়ে দিলি। কোটি প্রাণের সিস্টেমের যে ক্ষতি করলি, হাজার বছরের ব্রান্ডের যে তছনছ করলি, কোটি প্রাণের কল্পনায় যে বিশ্বাস ও ভালোবাসার স্থাপনা যে গুড়িয়ে দিলি, তা কি আর কোনভাবে পুনর্গঠন হবে? ভাংগা সহজ গড়া কঠিন – এ সহজ সূত্রও তুই ভুলে গেলি।

অতীত শেষ করে দিলি, বর্তমান নাই করে দিলি, আর ভবিষ্যত করলি ধোঁয়াশা। ভাই বন্ধুরে ডুবালি, পরিবার স্বজনরে ডুবালি, ডুবালি সবেরে। আসলে নিজের অস্থিত্বকেও ডুবালি অন্ধকার সাগরে।

হ্যাঁ ষড়রিপু, আমি তোকেই বলছি। আর কাউকে কিচ্ছু বলার নাই।

২৪ আগস্ট, ২০১৯।

২। জীবন

প্রতিটি মানুষের জীবনের প্রতিটি ক্ষণ স্বপ্ন ভংগের ক্ষণ দিয়ে ভরপুর।
আবার প্রতিটি মানুষের জীবনের প্রতিটি ক্ষণ স্বপ্ন পূরণের ক্ষণ দিয়ে ভরপুর।

আমরা এক জিনিস পাই না, আরেক জিনিস পাই; কিংবা
এক জিনিস দেখি না, আরেক জিনিস দেখি, কিংবা
এক জিনিস বুঝি না, আরেক জিনিস বুঝি।

আমাদের দেখার, বোঝার হেরফেরের কারণে মনে হয় স্বপ্ন ভঙ্গ বা স্বপ্নপূরণ।

সুতরাং নো আফসোস, মিস্টার জীবনওয়ালা। জীবন জীবনের মতো।
2020

Share Now
Author

Dr. Shafiqul Islam

(BBA, MBA, DU; Mphil, Japan; PhD, Australia) Deputy Secretary, Government of Bangladesh. Chief Executive Officer, Cumilla City Corporation, Local Government Division, Ministry of LGRD
error: Content is protected !!

My Shopping Cart