Detail

Home - সমাজ ও ধর্ম - সন্দেহ

সন্দেহ

ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন। বনে বাদাড়ে ঘুরে বেড়াতেন। গর্ত দেখলেই হাত দেন আর পাখির ডিম পান বা হাসের ডিম। একদিন গর্তে হাত দেওয়ামাত্র সাপের ছোবল খেলেন। এরপরে জীবনে আর কোনো গর্তে হাত দেননি। যখনি গর্ত দেখেছেন ততবারই মনে হয়েছে, সেখানে সাপ রয়েছে। যদিও সব গর্তে সাপ থাকে না।

ঘরে মাটির পাতিলাতে দই পাতা হয়। নিয়মিত দই খান। একদিন ভুল করে চুনের পাতিলা থেকে দই মনে করে এক চামচ চুন খেয়ে ফেললেন। এরপর যতবার দইয়ের পাতিলা দেখেছেন, ততবার চুন মনে করে ভয়ে আর দই খান না।

একবার ঢাকা থেকে চাঁদপুর যাবেন। লঞ্চে যেতে গিয়ে লঞ্চডুবিতে আক্রান্ত হলেন।  প্রাণে বেঁচে গেলেও সেই ভয়াল স্মৃতি মাথায় রয়ে গেছে। আর কোনোদিন লঞ্চে যাতায়াত করেন না। কারণ আপনার মাথায় বিশ্বাস জন্মেছে যে লঞ্চ মানেই ডুবে যাবে। যদিও প্রতিদিন হাজারো লঞ্চ চলছে না ডুবেই।

আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেছেন :

{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ}

হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে দূরে থাক কারণ কোনো কোনো ধারণা পাপ। আর তোমরা একজন অন্যজনের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। আর একজন অন্যজনের গীবত করো না (সূরা আল-হুজুরাত:১২)।

এই আয়াতে কারীমায় সর্বোচ্চভাবে একজন মুসলমানের সম্মান ও ইজ্জত রক্ষার আদেশ দেয়া হয়েছে। এক মুসলমান অন্য মুসলমানের ওপর অনুমান ও মন্দ ধারণা পোষণ করা থেকে বারণ করা হয়েছে। পরস্পরের প্রতি ভালো ধারণা রাখার নির্দেশ দেয়া হয়েছে। মুসলিম ভাইয়ের বিরুদ্ধে সকল প্রকার সংশয়-সন্দেহ থেকে দূরে অবস্থান করতে বলা হয়েছে। অর্থাৎ মন্দ ধারণার বশবর্তী হয়ে কারো সম্পর্কে মুখে কিছু উচ্চারণ তো করা যাবেই না, উপরন্তু মন্দ ধারণা সৃষ্টি হওয়ার সাথে সাথে তা থেকে সরে আসা এবং হৃদয়ের ভিতরে থাকা অবস্থায়ই তা দূর করে ফেলার প্রতি তাগিদ দেয়া হয়েছে। আর এভাবে কুরআনুল কারীমে মানুষের অন্তরজগৎকে সকল প্রকার অনুমান ও মন্দ ধারণা এবং সন্দেহ-সংশয় থেকে পাক-সাফ করে হৃদয়কে স্বচ্ছ-শুভ্র রাখার নির্দেশ দেয়া হয়েছে, যাতে এক মুসলিমের হৃদয়ে অন্য মুসলিমের জন্য মন্দ ধারণার পংকলিতা এবং সন্দেহ-সংশয়ের আবিলতা মুক্ত নির্মল ও স্বচ্ছ ভালোবাসা বিদ্যমান থাকে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন :

(إِيَّاكُمْ وَالظَّنَّ ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيْثِ، وَلَا تَحَسَّسُوْا وَلَا تَجَسَّسُوْا وَلَا تَحَاسَدُوْا وَلَا تَدَابَرُوَا وَلَا تَبَاغَضُوْا وَكُوْنُوْا عِبَادَ اللَّهِ إِخْوَاناً)

‘ তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কারণ, ধারণাভিত্তিক কথা সবচেয়ে বড় মিথ্যা। তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না আর তোমরা পরস্পর হিংসা ও বিদ্বেষ পোষণ করো না এবং পরস্পর শত্রুতা ও দুশমনি পোষণ করো না বরং হে আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে থাকো’ (বুখারী)।

-ড. সফিকুল ইসলাম।

(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )

Share Now
Author

Dr. Shafiqul Islam

(BBA, MBA, DU; Mphil, Japan; PhD, Australia) Deputy Secretary, Government of Bangladesh. Chief Executive Officer, Cumilla City Corporation, Local Government Division, Ministry of LGRD
error: Content is protected !!

My Shopping Cart