Detail

Home - দর্শন ও বুদ্ধিজীবিতা - লুজ প্যান্ট ও ওড়না

লুজ প্যান্ট ও ওড়না

ওড়না নাকি পোষাক না, পর্দা। কাপড় মাত্রই পর্দা। লুঙ্গি, প্যান্ট শাড়ি, সালোয়ার কামিজ সব।

লুজ প্যান্ট আর ওড়না।
………………………………….
গত কয়েকবছর ধরে ছেলেদের লুজ প্যান্ট পরা আর হিপের অংশবিশেষ দেখা যাওয়া নিয়ে অনেক কথা শুনেছি। হিপের অংশ দেখা যাওয়া কোন বিষয় না, বিষয় হলো গিয়ে ওসব ছেলেরা মাঝে মাঝে প্যান্ট টেনে উপরে তোলার চেষ্টা করে।লুজ প্যান্ট পরবে আবার হিপের অংশ দেখা যাক তা চাইবে না! তা হওয়া উচিত না। ঢাকতে চেষ্টা করাটা দৃষ্টিকটু। গত কয়েকদিন ধরে ওড়না নিয়ে ফেসবুক গরম হয়েছে। ও তে ওড়না দিয়ে বাক্য দিয়েছে পাঠ্যবইয়ে। ওড়না পরতে চাই। এতে আমি দোষের কিছু দেখি না। ওড়না না পরতে চাওয়া যেমন ব্যক্তিস্বাধীনতা, তেমনি ওড়না পরতে চাওয়াও স্বাধীনতা। ভদ্রমহিলাদের অনেককে দেখা যায় টাইট জামা, শর্টস, স্বচ্ছ ওড়না পরেন। যার যার পছন্দ। ব্যাক্তি স্বাধীনতায় কেউ চাইলে বোরখা পরতে পারেন। আবার কেউ স্বল্পবসনে সংক্ষেপে স্বাচ্ছন্দ বোধ করেন। যার যা খুশি পরতেই পারেন। এটা সমস্যা না। সমস্যা হলো গিয়ে এসব পরার পর আবার নিজেই হালকা ঢাকার চেষ্টা করেন। বারবার, দৃষ্টিকটুভাবে। এমনিতে হয়তো কেউ দেখছেনা, কিন্তু যখন বারবার ঢাকার চেষ্টা বা অভিনয় করেন তখন ব্যাপারটা বেখাপ্পা হয়ে যায়।
( এ নিয়ে গতমাসে দুলাইন লিখেছিলাম, সাম্প্রতিক এ ডিবেটে প্রাসঙ্গিক বিবেচনায় নিচে পেশ করলাম)
”শর্ট পরে, টাইট পরে
সব স্বাধীনতা।
এই নিয়ে ঠিক নহে
কোন কথা বলা
পরবে যদি পরুক তবে
মনের সহিত বোঝে
পরিবার পরে কেন তবে
ঢাকার বাহানা করে? ”

Share Now
Author

Dr. Shafiqul Islam

(BBA, MBA, DU; Mphil, Japan; PhD, Australia) Deputy Secretary, Government of Bangladesh. Chief Executive Officer, Cumilla City Corporation, Local Government Division, Ministry of LGRD
error: Content is protected !!

My Shopping Cart