Detail

Home - সমসাময়িক - গা ঘেঁষে দাঁড়াবেন না

গা ঘেঁষে দাঁড়াবেন না

‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ স্লোগানের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন এ দুভাগে বিভক্ত করে ফেলা হয়েছে জাতিকে। বিএনপি আওয়ামীলীগ এর মতো কিংবা ইসলামী ননইসলামী বিশ্বের মতো।

অথচ দুদিকে কিংবা মাঝখানে বা এর বাইরেও থাকা যায়!

১। যিনি ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ বলেছেন তিনিতো ইচ্ছে করে গা ঘেঁষে দাঁড়াতে না করেছেন। অনিচ্ছাকৃত বা প্রয়োজনীয় ভীড়ের চলার পথে লেগে যাওয়াকে মিন করেননি। এটা স্পষ্ট। তবু যারা এর মধ্যে বাসের ধাক্কাধাক্কি বা ভীড়ের ঘেঁষাঘেষিকে টেনে আনছেন তাঁরা নিশ্চয়ই জানেন যে, ‘লেগে যাওয়া আর লাগানো এক নয়‘; ঘেঁষ খাওয়া আর ঘেঁষ দেওয়া এক নয়; ‘ধাক্কা খেয়ে ফেলা আর ধাক্কা দেওয়া এক নয়‘; ‘ছোঁয়া লেগে যাওয়া, আর ছোঁয়া বা ধরা এক নয়‘। একটি অনিচ্ছাকৃত আরেকটি ইচ্ছাকৃত। কোনটা অনিচ্ছাকৃত আর ইচ্ছাকৃত সেটা বোঝার ক্ষমতা প্রত্যেক মানুষের আছে। নারীদের একটু বেশিই আছে।

২। যারা মনে করেন ভুলেও লাগা যাবেনা, ভুলেও ছোঁয়া হবেনা, ভুলেও ঘেঁষা যাবেনা, ভুলেও ঠেলায় স্পর্শ করা যাবেনা তারা নরকে বসে স্বর্গের আরাম চাচ্ছেন যা হবার নয়। অযৌক্তিক। বাসের ভীড়ে কিংবা ঈদের মার্কেটের ভীড়ে, অন্যমনস্কতায়, কিংবা ভীড়ের চাপে, বেখেয়ালে কিংবা আমজনতার ধাক্কায় কারো সাথে কারো ঘেঁষা লেগে যেতে পারে। প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে লাগা বা অনিচ্ছাকৃত লাগাকে ঘেঁষা বলার কোন মানে হয়না; কুয়াশাকে আগুনের ধোঁয়া বা আগুন বলার কোন মানে হয়না।

ছোটবেলায় শোনা গল্প। হুবহু মনে নেই। যা মনে আছে তাই বলছি।

এক গ্রামে এক লোক বাস করতো। তার সবকিছুই ভালো, সবসময়ই ভালো। শুধু ‘মন‘ শব্দটা শুনলে তার মাথা খারাপ হয়ে যায়। সে খেপাটে পাগলা হয়ে যায়। হাতে দা নিয়ে দিগ্বিদিক ছুটতে থাকে, যারে পায় তারে কোপায়। পাড়ার সবে মিলে কৌশলে জাপটে ধরে মাথায় পানি ঢাললে পরে তবে শান্ত হয়। আবার সব ভুলে যায়। সবকিছু ঠিকমতো চলে। পাড়া শান্ত থাকে, পাখি গায়, বাতাস বয়। বাচ্চারা মক্তবে যায়, রাখাল মাঠে যায়, মুরব্বীরা মেলমজলিশ নিয়ে থাকে।

হঠাত কেউ কোন কথার ফাঁকে যদি ‘মন‘ শব্দ বলে আর সেখানে যদি সেই লোক হাজীর থাকে, তবেই সব সারা।যেমন পাড়ার কেউ কাউকে মুড অফ করে বসে থাকতে দেখে বললো ‘কী ব্যাপার মিয়া? কেমন আছো? উত্তরে মন খারাপ করা ব্যক্তি বললো ‘আর বলোনা মনটা ভালো নেই‘।ওখানে সেই লোক যদি ‘মন‘ শব্দ শুনে ফেলে আবার শুরু হয় তার দিগ্বিদিক দিক ছোটা, দা নিয়ে কোপানো, পুরো পাড়া মাতিয়ে তোলা। আতঙ্কে কাঁপে নতুন বধুরা আর শিশুরা। আবার জাপটে ধরো, পানি মাথায় ঢালো, মাথা ঠান্ডা করো। এ এক তামাশা আর কী!

‘’গা ঘেঁষে দাঁড়াবেন না’ স্লোগানও কি আবার আলুর দোষদের মনে করিয়ে দিবে? – সে প্রশ্ন তোলা অবান্তর। তার সাথে এ গল্পের কোন সম্পর্ক নেই!

-ড. সফিকুল ইসলাম।

(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )

Share Now
Author

Dr. Shafiqul Islam

(BBA, MBA, DU; Mphil, Japan; PhD, Australia) Deputy Secretary, Government of Bangladesh. Chief Executive Officer, Cumilla City Corporation, Local Government Division, Ministry of LGRD
error: Content is protected !!

My Shopping Cart